সূচনা :- ভারতবর্ষের মর্যাদাকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করে ছিলেন মানবতার প্রেম দিয়ে স্বামী বিবেকানন্দ।
উইকিপিডিয়াকে ধন্যবাদ |
জন্ম ও বংশেদি :- উত্তর কলকাতার শিমলা অঞ্চলের বোনেদি দত্ত পরিবারে ১৮৬৩ সালে ১২ই জন স্বামী বিবেকানন্দের জন্ম হয়। পিতার নাম বিশ্বনাথ দত্ত ও মা ভুবনেস্বরী দেবী। বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ডাক নাম ছিল বীরেশ্বর বা বিলে।
শিক্ষা :- স্বামী আনন্দ বাল্যকাল থেকেই যেমন ডানপিটে ছিলেন তেমনি মেধাবী, নির্ভীক ও সত্যবাদী ছিলেন। ইউরোপ মেট্রিপলিসন ইনিস্টিউশন থেকে এট্রান্স ও পরে স্কোটিশ চার্চ থেকে বি -এ পাশ করেন।
সন্ন্যাস গ্রহণ :- বি-এ পাশ করার পর রামকৃষ্ণ পরম দেবের সংস্পশে এসে তিনি দক্ষিণেশ্বরে তাঁর কাছে সন্ন্যাস গ্রহণ করেন এবং নরেন্দ্রনাথ দত্তের নাম হয় স্বামী বিবেকানন্দ।
উইকিপিডিয়াকে ধন্যবাদ |
ধর্মপাচার :- সন্ন্যাস গ্রহন পর রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী ও আদৰ্শ সারা ভারতবর্ষে প্রচার করেন। সাধারণ মানুষের সুখ দুঃখ তিনি উপলদ্ধি করেন। তিনি 'বেলুর মঠ' স্থাপন করেন।
১৮৯৬ সালে আমেরিকার শিকাগো,শহরে বিশ্বধর্ম মহা সম্মেলনে যোগদান করে ভারতবর্ষের মহিমা তুলে ধরেন। তাঁর আর্দশে অনুপ্রাণিত হতে বহু মানুষ তারা শিষ্যত্ব গ্রহণ করেন।
উপসংহার :- ১৯০২ সালে ৪ঠা জুলাই মাত্র ৩৯ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তিনি জাতিভেদ মানতেন না। তাঁর বাণী ও জীবনের লক্ষ্য ছিল।" জীবে প্রেম করে যেজন', সেইবিছে ঈশ্বর। "
Comments
Post a Comment