সূচনা :- বাঙালী ঘরে ঘরে বারোমাসে তেরো পার্ব্বন একটা কথা প্রচালিত আছে। শারদীয়া পূজার পর থেকে এক একটি উৎসব ফিরে আসে। দুর্গাপূজোর পর ও দেবী সরস্বতী পূজার সর্বত্র পালিত হয়।
প্রতিমার বর্ণনা :- দেবী সরস্বতী শ্বেতবর্ণ ও শ্বেত পদ্মর উপর অধিঠিত। পরিধানে শ্বেত বস্ত্র হাতে বীণা। দেবী সরস্বতী অপর এক নাম বীণাপানি। দেবীর সার্বঙ্গে শুভ্রতা বিরাজ করা দেবকে শুভ্রতা ও প্রবিত্রতার প্রতীক মনে করা হয়।
পূজা :- মাঘ শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর পূজা হয়।ছাত্র - ছাত্রীরা দেবীর পায়ের কাছে বই, খাতা পেন শিক্ষণ - সামগ্রী রেখে অঞ্জলিদেয় এবং বিদ্বান ও জ্ঞান হবার জন্য প্রার্থনা কর। দেবী সরস্বতী পূজোর সময় স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের বন্যা বয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও দেবী সরস্বতীর পূজা বাঙ্গালীর ঘরে ঘরে হয়।
উপসংহার:দেবী সরস্বতী পূজায় কোনও র্আম্বর না করে ছাত্র- ছাত্রীর উচিত মন দিয়ে পড়াশুনা করা এবং সঠিক শিক্ষায় শিক্ষীত হয়ে দেশ ও দশের কাজে লাগা ।
Comments
Post a Comment