সূচনা :- বিশ্বেবরেণ্য কবি, সঙ্গীত শিল্পী , ছোট গল্পের জনক কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক প্রতীভার অধিকারী ।
জন্ম :-বাংলা ১২৬৮ ২৫শে বৈশাখ (ইংরেজি ১৮৬১,৭ ই মে) উত্তর কলিকাতার জাঁড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী।
শিক্ষা :- রবীন্দ্রনাথ ঠাকুর আট বছর বয়সে প্রথমে ওরিএন্টালমিনারী সামিনারী ও পরে নর্মাল স্কুলের ভার্ত্তি হয়েছিলেন।কিন্তু স্কুলের পরিবেশে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন। তিনি বাড়িতেই গৃহ শিক্ষকদের কাছ থেকে পাঠশুনা করেন। মাত্র ১৭ বছর বয়সে দাদার সঙ্গে ইংল্যান্ডে গিয়ে ইংরেজি ভাষায় বিশেষ বুৎপত্তি অর্জন করেন।
কর্ম সাহিত্য জীবন :- রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকাল থেকেই কবিতা লিখতে শুরু করেন। মাত্র ১২ বছর বয়সে প্রথম মুদ্রিত আকারে প্রকাশ হয় তাঁর কবিতা। তিনিসারা জীবন অসংখ্য গান, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, নাটক লিখে গেছেন। তিনি অসংখ্য ছবিও এঁকেছেন , তিনি একজন সঙ্গীত শিল্পী হিসাবে ও সুনাম অর্জন করেছিলেন। নিজের লেখায় সুর দিয়েছেন। নাটকেও অভিনয় করেছেন। ১৯১৩ সালে তিনি 'গীতাঞ্জলি ' কাব্যগ্রন্ত ইংরাজি তে লিখে পৃথিবীর সেরা সন্মান নোবেল পুরস্কারে ভূষিত হন।
রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের প্রতি টান ও ছিল অগাধ। তিনি সাম্প্রদায়িক ঐক্য রক্ষার জন্য 'রাখিবন্ধন ' প্রথা চালু করেন।
পাঞ্জাবের জালিয়ানাওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া 'নাটক ' উপাধি বর্জন করেন।আমাদের জাতীয় সঙ্গীত 'জনগণ - মন - অধিনায়ক ' স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা।
উপসংহর :- বাংলার ১৩৪৮ সালের ২২ শে শ্রাবন ( ইংরেজি ১৯৪১ এর ৭ ই আগাস্ট) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ ঘটে।
Comments
Post a Comment