সূচনা :- ফুটবল খেলা শুরু হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ফুটবল খেলা ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন দেশে । বর্তমানে আমাদের দেশও ফুটবল খেলা জনপ্রিয়তা লাভ করেছে।
খেলার উপকরণ :- একটি রবারের ব্লাডারকে একটি পুরু চাম ড়ার গোল আকরের খোলের মধ্যে প্রবেশ করিয়ে হাওয়া ভরে ফুটবল তৈরি হয়। ফুটবল খেলার উপযোগী মাঠের দৈর্ঘ্য ১২০ গজ ও প্রস্থ ৮০ গজ। এই খেলা দু, টি দলের মধ্যে হয়ে থাকে , । দু'প্রান্তে দু, টি গোল পোস্ট থাকে। গোলপোস্টের জালে বল প্রবেশ করলেই 'গোল' বলে ধরা হয়।
বিবরণ :- ফুটবল খেলার এক এক দলের ১১ জন করে খেলোয়াড প্রয়োজন।১ জন গোলকিপার। সে চেষ্টা করে বিপক্ষ দলের খেলোয়াডেরা পোস্টের মধ্যে যেন বল ঢকাতে না পারে । সামনের দিকে প্রতিটি দলে ব্যাক, স্টাপার ব্যাক, হাপ ব্যাক, লিংম্যান , ফরোয়াড থাকে।একজন রেফারী খেলা পরিচালনা করেন এবং মাঠের দু'দিকে দু, জন লাইন্স ম্যান রিফারীকে সাহায্য করেন। যে দল শেষ পৰ্যন্ত বেশী গোল করতে পারে সেই দল বিজয়ী হয়, দুটি দলই গোল করতে না পারলে বা সমান গোল করলে খেলা ড্র হয়।
উপকারিতা :- ফুটবল খেলার সমস্ত অঙ্গ - প্রত্যঙ্গের খুব ভাল ব্যায়াম হয়।
উপসংহার :- ফুটবল অত্যান্ত জনপ্রিয় খেলা। স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব ও পাড়ায় পাড়ায় ফুটবল খেলা হয়। ভারতে ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। লিগ, শিন্ড, ডি •সি•এম, রোভার্স, ডুরান্ড, সিজার্স, ফেডারেশন কাপ ইত্যাদি বিভিন্ন খেলা আমাদের দেশে হয়।
Comments
Post a Comment