এক গ্রামে এক কৃষক ছিল। এখন সে বৃদ্ধ হয়েছে। তার চারপুত্র ছিল। তারা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করত। তিনি তাদের মারামারি করতে মানা করলেও কোনো ছেলেই তার কথা শুনত না। এই কারণে সেই বৃদ্ধ কৃষকের মনে শান্তি ছিল না।
তিনি মনে মনে এক ফন্দি আঁটলেন। তিনি একদিন ছেলেদের কতকগুলি কঞ্চি আনতে বললেন। ছেলেরা অনেকগুলি কঞ্চি কেটে আনলে তিনি সেইগুলোকে একত্রে বাধঁতে বললেন। এরপর তিনি বড়ো ছেলেকে ভাঙতে বললেন। কিন্তু সে পারল না। বাবার আদেশ মত একে একে অন্যান্য ছেলেরাও ভাঙতে চেষ্টা করল, কিন্তু কেউই আঁটিটা ভাঙাতে পারল না।
তখন তিনি বড়ো ছেলেকে আঁটি খুলে ফেলতে বললেন। সে তা খুলে ফেলল বৃদ্ধ কৃষক তার ছেলেদের একটি করে কঞ্চি নিতে বললেন। প্রত্যেকেই একটি করে কঞ্চি নিল। সবাই সহজেই ভেঙে ফেলল। তখন তিনি ছেলেদের সবাইকে কাছে ডাকলেন ছেলেরা কাছে এলে তিনি বললেন, " দেখলে বাছারা, ঐ কঞ্চির আঁটির মত তোমরা যতদিন একসঙ্গে থাকবে, ততদিন কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। কিন্ত যেই তোমরা আলাদা হয়ে পড়বে অমনি তোমাদের ওপর শত্রু আক্রমণ করবে। কাজেই তোমরা এখন থেকেই মিলেমিশে থাকবে। একসঙ্গে থাকলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না।"
নীতিকথা :-একতাই বল
Comments
Post a Comment