এক সকালে জোর জোর হওয়া বইছিলো। হওয়া দাপটে নলখাগড়ার বন এদিক ওদিক, হেলে-দুলে শুয়ে পড়ছে দেখে, পাশে এক জলপাই গাছের মনে খুব অহংকার হল। সে মজা করে নলখাগড়াদের ডেকে বলল, ওহে! তোমাদের এই দুরাবস্থা দেখে আমার বড্ড মায়া হচ্ছে। বরই দুর্বল তোমাদের শরীর। একটু জোরে হওয়া বইলেই তোমাদের আর খুঁজে পাওয়া যায় না। সবাই মাথা নুইয়ে কেমন মাটিতে লুটিয়ে পড়ো। এখন আমাকে দেখো তো!কেমন মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়িয়ে আছি। ওই হওয়া আমার কোনোদিন কিছুই করতে পারবেনা। নলখাগড়ারা চুপ করে, জলপাই গাছের সমস্ত কথাই শুনল। কেউ কোনো জবাব দিল না
নলখাগড়ারদের চুপ করে থাকতে দেখে, জলপাই গাছের অহংকার আরো দ্বিগুন বেরে গেল। সে তখন বড়াই করে নিজের কথা আরো বেশি করে বলতে লাগল। সে নাকি কোনোদিন হওয়া বাতাসকে গ্রাহ্য করে না। যতই ঝড়ঝাপটা আসুক না কেন ;সে চিরদিন মাথা উঁচু করে শক্ত হয়েই দাঁড়িয়ে থাকবে। জলপাই গাছের এই সব কথা শুনেও নলখাগড়ারা কেউ কিছু বলতে সাহস করল না। চুপ করে সব কথা শুনল।
খানিক বাদে হটাৎ কালো মেঘে আকাশ ছেয়ে গেল। সেই সঙ্গে শুরু হলো ঝোড়ো হওয়া। প্রথমে হওয়ার বেগ আস্তে হলেও, ক্রমশ তা বাড়তে লাগল। এক সময় সো -সো শব্দ করে ঝড় উঠল। হওয়ার দাপটে নলখাগড়ারা আর সোজা হয়ে থাকে পারল না তারা সবাই মাটিতে নুইয়ে পরল। জলপাই গাছ কিন্তু দিব্যি তখন মাথা উঁচু করেই দাঁড়িয়ে রইলো। তারা রাশি রাশি পাতাগুলো তখন হওয়ার দাপট সামলাচ্ছে। আরও একটু পরে ঝড় আরও প্রবল হল। গাছের ডালপালা দুমড়ে মুচড়ে ভাঙতে লাগল জলপাই গাছের অহংকারও একটু একটু করে চূর্ণ হতে থাকল। এক সময় জলপাই গাছ মোড় - মোড় করে শেকড় -সমেত উপড়িয়ে সজোরে মাতিতে আছড়ে পরল।
নীতিকথা :- বলবানের কাছে নত হলে মান যায় না।
Comments
Post a Comment