একদিন দুই রাখাল বালক মাঠে এলো গরু চরাতে। কিছুক্ষন পর তারা গরুগুলিকে মাঠে ছেড়ে দিয়ে পাশের একটা পুকুর - পারে গাছের ছাওয়ার এসে বসলো। তারপর দুজনে মিলে পুকুরের জলে ঢিল ছোঁড়াছুঁড়ি খেলা করতে লাগল। সেই পুকুরে বাস করতো অনেক গুলো ব্যাঙ। তারা রাখাল বালকদের ছোড়া ঢিলের আঘাতে জখম হতে লাগল। রাখাল বালক - দুটির কিন্তু সে - সব নজরে পরল না। তারা মনের আনন্দে পাল্লা দিয়ে পুকুরের জলে অনাবরত ঢিল ছুড়তে থাকলো। বাঙগুলো প্রাণের ভয়ে পুকুরের জলে ছুটোছুটি করতে লাগলো। ঢিলের আঘাতে তাদের কারো হাত, কারো পা ভাঙলো। কারো মাথা ফাটলো। কয়েকটা তো ইটের ঘায়ে মারা গেল। তবু রাখাল বালক - দুটি ঢিল ছোঁড়াছুঁড়ি খেলা বন্ধ করল না।
শেষে কোনো উপায় না দেখে, পুকুরের এক বুড়ো ব্যাঙ সাহস করে বালক দুটির কাছে এসে বলল - ওগো ছেলেরা তোমরা শুধু শুধু কেন এমন করে পুকুরের জলে ঢিল ছুঁরছো? আমার যে সবাই মরতে বসেছি। ব্যাঙের কথায় কোনো আমল দিল না ছেলে দুটি। তারা একমনে ঢিল ছুঁড়ে খেলা করতে লাগল। এবার বুড়ো বাঙটির সাথে আরও কয়েকটি ব্যাঙ এক হয়ে চীৎকার করে বলল, ওগো ছেলেরা! তোমরা আর পুকুরের জলে ঢিল ছুঁড়ো না। তোমাদের ছোঁড়া ঢিলে আমাদের ছেলেমেয়েরা সব মারা যাচ্ছে। এবার ছেলে দুটি বলে উঠল, তোমরা দেখতে পাচ্ছ না - আমরা কেমন সুন্দর খেলা করছি। তখন বুড়ো ব্যাঙটি বলল, তোমরা যে খেলা করছো ; তা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তোমরা কি একবারও ভেবে দেখেছো যে, তোমাদের মজার খেলার জন্য আমাদের অকালে প্রাণ চলে যাচ্ছে। আমরা খুব অসহায় বোধ করছি। তোমরা এবার শান্ত হও। আর ঢিল ছোঁড়াছুঁড়ি করো না প্রাণ নিয়ে এই মজার খেলা দয়া করে এবার বন্ধ করো।
নীতিকথা :- কারো আনন্দ অনেক সময় অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
Comments
Post a Comment