একদিন গৃহস্তের পোষা কুকুরদের সঙ্গে কয়েকটা নেকড়ে দেখা হল।তারা কুকুরদের ডেকে বলল, ওহে ভাই সকল। তোমাদের সব কিছুই তো আমাদের মতো। তবু কেন তোমাদের সঙ্গে আমাদের এত বিবাদ? কেন এমন শত্রুর মত আচরণ করি। তবে তোমাদের সাথে আমাদের অবশ্য তফাৎ একটা আছে। সে হল চিন্তা আর ভাবনার। কুকুরেরা হাঁ করে নেকড়েদের কথা শুনে বলল, সেটা আবার কি রকম? নেকেড়েরা বলল, আমরা স্বাধীনভাবে থাকতে। আর তোমরা চাও মানুষের চাকর হয়ে থাকতে।
তোমরাও যদি আমাদের মত স্বাধীন হয়ে থাকতে চাইতে, তাহলে তো মানুষেরা তোমাদের গলায় শেকল পড়াতে পারতে না। দু - মুঠো খাবারের জন্য তোমরা সারারাত ধরে তাদের হাস - মুরগি - ছাগল - ভেড়া সব পাহারা দাও।একি কম অপমানের ভাই? মানুষেরা কত ভালো ভালো খাবার খায়। খাওয়ার শেষে তাদের পাতে যা এটো - কাঁটা পরে থাকে, তাই তোমরা মনের আনন্দে লেজ নাড়তে খাও। এসব তোমরা পার, কিন্তু আমরা পারি না। এটাই হল তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। কেন তোমরা এই অপমান সহ্য করবে ?কুকুরেরা নেকড়েদের সব কথা মন দিয়ে শুনল। তারপর একটু গম্ভীর হয়ে বলল, তোমরা তো সব ঠিক কথা বলছো ভাই। এখন তাহলে আমাদের কি করা উচিত? নেকেড়ারা বলল - যারা তোমাদের এত অপমান করে, তাদের বাড়িতে চুরি করে এর শোধ নেবে। কুকুরেরা বলল, সেটা কেমন করে সম্ভব ? নেকেড়েরা বলল, খুব সোজা উপায়। তোমরা মানুষের বাড়িতে যে - সব ছাগল ভেড়া পাহারা দাও, সেগুলো আমাদের হাতে তুলে দেবে। তারপর আমরা সবাই মিলে সেগুলো ভাগ করে নেবো।
নেকেড়েদের পরামর্শ কুকুরেরা মেনে নিলো। তারা বলল, তোমরা আজ রাতে আমাদের আস্তানার আসে পাশেই থেকো। বাড়ির লোকজনেরা ঘুমিয়ে পড়লে আমরা পথ ছেড়ে দেব।তখন তোমরা ভেতরে ঢুকে পড়বে। সেদিন রাতে মানুষেরা সবাই ঘুমিয়ে পরল। নেকেড়েরা কুকুরদের সহযোগিতায় তাদের আস্তানায় গিয়ে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকে নেকেড়েরা প্রথমেই কুকুরদের মেরে ফেলল। তারপর গৃহ হস্তের ছাগল ভেড়াগুলোকে মেরে মুখে নিয়ে টানতে টানতে জঙ্গলের ভেতর ঢুকে গেল।
নীতিকথা : - বিশ্বাস ঘাতকতার ফল কখনো ভাল হয় না।
Comments
Post a Comment